১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরের ১নং কোম্পানী কমান্ডার মরহুম গাজী নাছির উদ্দিন তার পিতার নামে তারাটিয়া আলহাজ্ব লাল মামুদ উচ্চ বিদ্যালয়টি ১৯৭৮ সালে স্থাপন করেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন হইতে জ্ঞানের পবিত্র আলো জ্বালিয়ে মানুষ গড়ার কাজে এগিয়ে চলছে।জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ০৩নং পাররামরামপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে বিদ্যালয়টি অবস্থিত। দ্বি-তল ৮ কক্ষ বিশিষ্ট পাকা ভবন ও তিনটি টিনসেট ঘর সহ মোট ১৯টি কক্ষ। ৬ষ্ঠ শ্রেণীতে ৩টি ৭ম শ্রেণীতে ৩টি, ৮ম শ্রেণীতে ২টি, ৯ম ও ১০ম শ্রেণীতে মোট ১০টি শাখা এবং বিজ্ঞান, মানবিক, ব্যবসা শিক্ষা সহ কম্পিউটার শিক্ষা চালু আছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS