Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কুমড়াকান্দি ইজ্জাতুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা
বিস্তারিত

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলাধীন ৩নং পাররামরামপুর ইউনিয়নের কোন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় অত্র কুমড়াকান্দি গ্রামের মরহুম আবুল হোসেন সরকার এর সুযোগ্য পুত্রগন অত্র ইউনিয়নের জ্ঞানীগুণি ও শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের এক সাধারন সভার আহবান করেন। মরহুম আবুল হোসেন সরকার এর সুযোগ্যপুত্র গনের মধ্য হতে মো: আ: রহমান সরকার ও ইদ্রিস আলী সরকার প্রস্তাব করেন যে, অত্র এলাকায় ধর্মীয় শিক্ষার জন্য কোন মাদ্রাসা না থাকায় সাধারন জনগনের ছেলে মেয়েকে স্কুলে লেখাপড়া করাতে বাধ্য হচ্ছে এবং ধর্মীয় শিক্ষা হতে পিছিয়ে যাচ্ছে। এমতাবস্থায় অত্র গ্রামে একটি মাদরাসা প্রতিষ্ঠায় জন্য প্রস্তাব করেন। উক্ত প্রস্তাবের প্রেক্ষিতে অত্র ইউয়িনের উপস্থিত জ্ঞানী গুণী ও শিক্ষানুরাগী ব্যক্তিগনসহ সর্বস্তরের জনগন সার্বিক সাহায্য করার প্রতিশ্রুতি ব্যক্ত করায় ১৯৯৭ইং সনে কুমড়াকান্দি গ্রামের মক্তব ঘরটিকে একটি এবতেদায়ী মাদরাসা হিসাবে স্থাপন করেন এবং লেখা পাড়া শুরু করেন। মাদ্রাসাটি কুমড়াকান্দি গ্রামে অবস্থতি হওয়ায় মরহুম আবুল হোসেন সরকার এর সুযোগ্য পুত্রগনের দানে তার মায়ের নাম অনুসারে নাম করণ করে এক একর জমি ও ৯৩ হাত ঘরটি কুমড়াকান্দি ইজ্জাতুন্নেছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার নামে নিজ খরচে দান করেন। পরবর্তীতে ২০০২ ইং সনে উক্ত এবতেদায়ী মাদ্রাসাটি দাখিল মাদ্রাসায় রূপান্তরিত করেন। ২০০৩ইং সনে মাদ্রাসা শিক্ষাবোর্ডের নীতিমালা অনুযায়ী ৯ম ও ১০ম শ্রেনীতে পাঠদানের অনুমতি ও ২০০৬ইং সনে একাডেমিক স্বীকৃতি লাভ করে। অদ্যবধি অত্র মাদ্রাসার শিক্ষক/কর্মচারীগন সুনামর সাথে লেখাপড়া চালিয়ে আসছেন। কিন্তু দু:খের বিষয় মাদ্রাসাটি অদ্যবধি এমপিও ভূক্ত হয়নি।